ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ইতিহাস গড়েছে। ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন।
বুধবার ভোর ৬টা পর্যন্ত ঘোষিত ১৮টি হলের ফল অনুযায়ী ভিপি প্রার্থী সাদিক কায়েম মোট ১৪ হাজার ২৩৯ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৫৫৮ ভোট।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত থেকে বিভিন্ন হলে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়।
হলভিত্তিক ঘোষিত ফলাফলে দেখা গেছে, বেশিরভাগ হলে শিবির সমর্থিত প্রার্থীরাই এগিয়ে আছেন। রোকেয়া, সুফিয়া কামাল, ফজিলাতুননেছা মুজিব, জসিম উদ্দীন, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, সূর্যসেন, মুহসীন, ফজলুল হক ও শহীদুল্লাহসহ একাধিক হলে ভিপি ও জিএস পদে সাদিক কায়েম ও ফরহাদ শীর্ষে অবস্থান করছেন। তবে জগন্নাথ হলে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান এগিয়ে আছেন।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৭৫, এর মধ্যে ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে।