ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নারী শিক্ষার্থীদের “Home Slaves (গৃহদাসী)” আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের ছাত্র রাকিবুল মবিন।

জানা গেছে, অভিযুক্ত রাকিবুল বর্তমানে ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)–তে রিসার্চার হিসেবে কর্মরত।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ডাকসুর মানবাধিকার ও আইন সম্পাদক মো: জাকারিয়া বলেন,
“আমি এই ঘৃণিত মন্তব্যের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবর আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছি। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
শিক্ষার্থীরা বলেন, নির্বাচিত নারী নেত্রীদের প্রতি এ ধরনের কটাক্ষ কেবল নারী অবমাননাই নয়, গণতান্ত্রিক পরিবেশের জন্যও হুমকি।