ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহা. মহিউদ্দীন খান এবং কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্নার সঙ্গে।
সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতৃবৃন্দ মান্নাকে শুভেচ্ছা জানান এবং নির্বাচনী অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতবিনিময় করেন। মান্না নবীন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।