জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
তিনি বলেন, “নির্বাচন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিছু মহল। ভোট গণনা এখনও স্থগিত রাখা হয়েছে। ছাত্রদের অধিকার নিয়ে তালবাহানা করে আগুনে পা দেবেন না, ভস্মীভূত হয়ে যাবেন।”
সাদ্দাম আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ছাত্ররা ভোট দিয়েছে; তাদের অধিকার তারা বুঝে নেবে। ছাত্রদলসহ যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা প্রতিটি ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হবে।”
তিনি নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং শিক্ষার্থীদের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।