জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদগুলোর ফলাফল আজ রাতের মধ্যেই প্রকাশ করা হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। তিনি বলেন, “আমরা সুনির্দিষ্ট সময় বলতে পারছি না। তবে আশা করছি, আজ রাতের মধ্যেই ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করতে পারব।”
দিনের শুরুতে ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষক জান্নাতুল ফেরদৌস মারা যাওয়ার ঘটনায় কিছুটা সময় স্থগিত ছিল গণনা কার্যক্রম। এছাড়া জুমার নামাজ ও দুপুরের খাবারের বিরতিও প্রক্রিয়া বিলম্বিত করে। পরে ভোট গণনা পুনরায় শুরু হয়।
ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পরও ফল ঘোষণা না হওয়ায় শুক্রবার সন্ধ্যার দিকে সাধারণ শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে অবস্থান নেন।
সন্ধ্যায় সেখানে দায়িত্বে থাকা এক পোলিং অফিসার জানান, শহীদ তাজউদ্দীন আহমদ হলের ভোট গণনাও শেষ হয়েছে এবং পোলিং এজেন্টদের ডাকা হয়েছে। এরপরই কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে।
এসময় প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট গণনায় জায়গার সংকট থাকলেও লোকবল বাড়ানো হয়েছে। গণনা অব্যাহত গতিতে চলছে এবং লাইভ সম্প্রচারও করা হচ্ছে। তিনি বলেন, “চেষ্টা করছি, যাতে ভোট গণনার গতি বাড়ে। আশা করি রাতের মধ্যেই সব শেষ করতে পারব।”
বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে ৬৮ শতাংশ বৃহস্পতিবার দিনভর ভোট দিয়েছেন। কয়েকটি হলে দীর্ঘ লাইনের কারণে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে সব ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হয়।