জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, “আশা করছি আজ দুপুর ২টার মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব হবে। ইতোমধ্যে ১৮টি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি রয়েছে আরও ৩টি হল।”
ছাত্রদলের এজিএস প্রার্থী বলেন, “শিক্ষার্থীদের স্বার্থে এই রায় মেনে নিতে হবে।”
জানা গেছে, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহর চেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু।
গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত থাকায় ভোটগ্রহণ কিছুটা পিছিয়েছে। এরপর শুরু হয়েছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিনেও ভোট গণনা শেষ করতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।