জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২১টিতেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।
এর আগে ভোটগ্রহণ শেষে দীর্ঘ ৪৮ ঘণ্টা পর গণনা শেষ হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোটারদের দীর্ঘ সারির কারণে রাত ৯টা পর্যন্ত ভোট চলতে থাকে।
শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে বিজয়ীদের মধ্যে আছেন—সহসভাপতি (ভিপি) পদে জাবি শাখা শিবিরের সদস্য আরিফুল্লাহ আদিব, সাধারণ সম্পাদক (জিএস) পদে অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফেরদৌস আল হাসান এবং নারী এজিএস পদে আয়েশা সিদ্দিকা মেঘলা।
উল্লেখযোগ্য বিষয় হলো, এ প্যানেলে ছয়জন নারী শিক্ষার্থী স্থান পেয়েছেন। পাশাপাশি জাহাঙ্গীরনগরে অধ্যয়নরত এক দম্পতি এবং জুলাই আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থীও নির্বাচিত হয়েছেন।