চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম দিনে ২৮ জন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এরমধ্যে ভিপি পদে সংগ্রহ করেছেন ৭ জন।
রোববার বিকেল ৪টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি বলেন, আমাদের ধারণার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। কেন্দ্রীয় নির্বাচনে ২৬টি ফরম তোলা হয়েছে। হল সংসদে ছেলে ও মেয়েদের হলে একজন করে মনোনয়ন নিয়েছেন। আগামী দুই দিনে আরও ফরম তোলা হবে বলে আমরা আশা করছি।
এর আগে আজ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চাকসু ভবনের দ্বিতীয় তলায় মনোনয়নপত্র বিতরণ করা হয়। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বরও একই সময়ে ফরম সংগ্রহের সুযোগ থাকবে।
প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের ভিপি পদে ৭ জন, জিএস ২ জন, এজিএস ২ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ১ জন, খেলাধুলা সম্পাদক ১ জন, নারী শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ১ জন, সমাজসেবা সম্পাদক ১ জন, সাহিত্য সম্পাদক ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, মুক্তিযুদ্ধ সম্পাদক ১ জন এবং নির্বাহী সদস্য পদে ২ জন।
অন্যদিকে, হল সংসদের জন্য ফরম নিয়েছেন মাত্র ২ জন প্রার্থী— এ এফ রহমান হল থেকে ১ জন এবং বিজয়-২৪ মেয়েদের হল থেকে ১ জন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দুই সংগঠন মিলে ‘দ্রোহ পর্ষদ’ প্যানেলে নির্বাচন করবে। আজ প্রথম দিনে ১৩ পদে মনোনয়ন ফর্ম কিনেছেন তারা।
জানতে চাইলে দ্রোহ পর্ষদ প্যানেলের চাকসুর জিএস প্রার্থী ইফাজ উদ্দিন আহমেদ আমার দেশকে বলেন, আজ আমরা দ্রোহ পর্ষদ প্যানেলের আংশিক পদে মনোনয়ন ফর্ম কিনেছি। আগামীকাল পুরো প্যানেলের জন্য মনোনয়ন ফর্ম কিনে একটি সংবাদ করে আপনাদেরকে বিস্তারিত জানাবো।
গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ভোটার ছিলেন ২৫ হাজার ৮৬৬ জন। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত। যাচাই–বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রাথমিক প্রার্থী তালিকা, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।
