এই ম্যাচকে ঘিরে উত্তেজনার ঘাটতি ছিল না। টসের পর হাত মেলানো থেকে বিরত থাকায় সূর্যকুমার যাদব ও সালমান আলী আগা উন্মাদনাকে আরও উসকে দেন। তবে মাঠের লড়াই ছিল একেবারেই নিরুত্তাপ। সহজেই পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সুপার ফোরের দুয়ারে পৌঁছে গেল ভারত। আজ সংযুক্ত আরব আমিরাত যদি ওমানকে হারায়, নিশ্চিত হয়ে যাবে ভারতের পরবর্তী পর্বে যাওয়া।
লক্ষ্য ছিল নাগালের ভেতর। রান তাড়ায় নেমে ঝড়ো সূচনা করেন অভিষেক শর্মা। সাইম আইয়ুবের শিকার হয়ে শুভমান গিল (১০) ফিরলেও অভিষেক আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দেন তিনি। আউট হওয়ার আগে ১৩ বলে করেন ৩১ রান। পাওয়ার প্লে শেষে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ৬১।
এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব দলকে ধরে রাখেন। ১০ ওভারে ভারতের রান দাঁড়ায় ৮৮। তিলক (৩১) বিদায় নিলেও জয় পেতে কোনো সমস্যায় পড়তে হয়নি। শিবম দুবেকে (১০*) সঙ্গে নিয়ে সূর্যকুমার অপরাজিত ৪৭ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার ডেলিভারিতে সাইম আইয়ুব ফেরেন শূন্য রানে। এরপর বুমরাহর আঘাতে বিদায় নেন মোহাম্মদ হারিস (৩)। পাওয়ার প্লেতে সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৪২। কিন্তু এরপর শুরু হয় ধ্বস। ফখর জামান (১৭), সালমান আলী আগা (৩), হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজ দ্রুত ফিরলে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। একাই লড়াই চালান সাহিবজাদা ফারহান (৪০)। শেষ দিকে শাহিন আফ্রিদির অপরাজিত ৩৩ রানে মোটামুটি সম্মানজনক ১২৭ রানে থামে পাকিস্তানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১২৭/৯ (ফারহান ৪০, আফ্রিদি ৩৩*, ফখর ১৭; কুলদীপ ৩/১৮, অক্ষর ২/১৮, বুমরাহ ২/২৮, বরুণ ১/২৪, পান্ডিয়া ১/৩৪)
ভারত: ১৫.৫ ওভারে ১৩১/৩ (সূর্যকুমার ৪৭*, অভিষেক ৩১, তিলক ৩১; সাইম ৩/৩৫)
ফলাফল: ভারত জয়ী ৭ উইকেটে
ম্যান অব দ্য ম্যাচ: কুলদীপ যাদব