ম্যাচের ফলাফল ও মাঠের উন্মাদনাকে ছাপিয়ে গেছে শুরু ও শেষের দৃশ্য। টসের পর হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের সালমান আলি আগা। তবে মূল আলোচনায় আসে ম্যাচ-পরবর্তী ঘটনাই। খেলাশেষে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাতে অস্বীকৃতি জানালে প্রতিবাদস্বরূপ পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন সালমান।
পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, সালমান অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় ধারাভাষ্যকারের সঙ্গেও কথা বলেননি। দলের ভেতর থেকে দাবি করা হয়েছে, সঞ্চালক যদি পাকিস্তানি হতেন, তবে তিনি যোগ দিতেন।
অন্যদিকে সূর্যকুমার ব্যাখ্যা দেন, পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতেই হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। তিনি জানান, জয়টি উৎসর্গ করা হয়েছে নিহতদের পরিবার ও সেনাদের প্রতি।
ঘটনাস্থলে দেখা যায়, ম্যাচশেষে সূর্যকুমার ও শিভম দুবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন। বাকি ভারতীয় খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ সাজঘরে অবস্থান করেন, আর পাকিস্তান দল অপেক্ষায় ছিল মাঠে।
এ নিয়ে পাকিস্তানের কোচ মাইক হেসন ভারতীয় দলের আচরণকে ‘অ-খেলোয়াড়সুলভ’ আখ্যা দিয়ে বলেন, সালমানের অনুষ্ঠান বর্জনই ছিল প্রতিবাদের প্রকাশ। পাকিস্তান ম্যানেজমেন্ট বিষয়টি ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আকারে জমা দিয়েছে।