ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ ওঠার পর টিএসসি কেন্দ্রে ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাই করেছে নির্বাচন কমিশন। ফুটেজ বিশ্লেষণে সংশ্লিষ্ট এক শিক্ষার্থীর কর্মকাণ্ডকে সন্দেহজনক মনে হয়েছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে টিএসসি কেন্দ্রে এক ছাত্রী ভোট বুথে প্রবেশ করে দাবি করেন, তার ব্যালটে পূর্ব থেকেই দুই প্রার্থীর পক্ষে ক্রস দেওয়া ছিল। পরে তার কাছ থেকে সেই ব্যালটটি সংগ্রহ করে আলাদাভাবে সংরক্ষণ করা হয় এবং নতুন ব্যালট সরবরাহ করা হয়।
ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায়, সংশ্লিষ্ট ছাত্রী চারবার বুথে প্রবেশ করেন। প্রথমবার আনুমানিক ৪০ সেকেন্ড, দ্বিতীয়বার ৬৬ সেকেন্ড, তৃতীয়বার ২ সেকেন্ড এবং চতুর্থবার ১০ মিনিটেরও বেশি সময় তিনি বুথে অবস্থান করেন। শেষ পর্যন্ত তিনি ভোট প্রদান করেন।
ড. জসীম উদ্দিন বলেন, “বারবার বুথে প্রবেশ ও একাধিক ব্যক্তির সঙ্গে আলাপচারিতা প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”
এর আগে নির্বাচনের দিন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা অভিযোগ করেছিলেন, তার এক বন্ধু ব্যালট নেওয়ার পরই দেখতে পান সেখানে সাদিক কায়েম ও এস এম ফরহাদের জায়গায় পূর্ব থেকেই ক্রস দেওয়া ছিল। যদিও ওই সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা অভিযোগটি অস্বীকার করেছিলেন এবং সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আশ্বাস দিয়েছিলেন।