জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে যখন ১০০ জনেরও বেশি বিশ্বনেতা ও প্রতিনিধিদল সমবেত হচ্ছিলেন, তখনই এক বড় ধরনের সাইবার হামলা ঠেকিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। একটি গোপন অভিযানে তারা এমন এক টেলিযোগাযোগ নেটওয়ার্ক ভেঙে দেয়, যা চাইলে পুরো নিউইয়র্ক সিটির সেলুলার নেটওয়ার্ক অচল করে দিতে পারত।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
সিক্রেট সার্ভিস জানায়, গত মাসে নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটজুড়ে অভিযান চালিয়ে ৩০০টিরও বেশি সিম সার্ভার এবং প্রায় এক লক্ষ সিম কার্ড জব্দ করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে মোবাইল টাওয়ার অচল করা, জরুরি সেবার যোগাযোগে বিঘ্ন ঘটানো এবং মাত্র ১২ মিনিটে পুরো মার্কিন জনগণকে একসঙ্গে টেক্সট পাঠানো সম্ভব ছিল।
অধিকাংশ ডিভাইস জাতিসংঘ সদর দপ্তর থেকে মাত্র ৩৫ মাইল দূরে অবস্থান করছিল। স্পেশাল এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাককুল জানান, এর সঙ্গে জড়িত ছিল “সুসংগঠিত ও সু-অর্থায়িত” একটি নেটওয়ার্ক। এতে রাষ্ট্র-সমর্থিত হ্যাকার, সংগঠিত অপরাধচক্র, মাদক কার্টেল ও সন্ত্রাসী সংগঠন যুক্ত থাকার আশঙ্কা রয়েছে।
তদন্তে আরও জানা গেছে, এই বসন্তে তিনজন মার্কিন সরকারি কর্মকর্তার কাছে বেনামী “টেলিফোনিক হুমকি” পাঠানোর সূত্র ধরেই গোটা বিষয়টির অনুসন্ধান শুরু হয়। হুমকির শিকারদের মধ্যে একজন সিক্রেট সার্ভিসে এবং দুজন হোয়াইট হাউসে কর্মরত ছিলেন।
অভিযানে জব্দ করা হয়েছে বিপুলসংখ্যক অবৈধ ডিভাইস, ৮০ গ্রাম কোকেন, অবৈধ অস্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন। তবে কোন কোন এলাকায় অভিযান চালানো হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
বিশ্বনেতাদের উপস্থিতিতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সম্মেলনের সময় এ ধরনের সাইবার হুমকি আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, এ ধরনের নেটওয়ার্ক তৈরি করার সক্ষমতা শুধু হাতে গোনা কয়েকটি দেশের রয়েছে—রাশিয়া, চীন ও ইসরায়েল।