বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ. বেরিস একিনজি। সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে ছিলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. রামিস সেনসহ অন্যান্য কর্মকর্তারা। বৈঠকটি অনুষ্ঠিত হয় এক অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।
দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, মানবিক সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তুর্কি প্রতিনিধি দল বাংলাদেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, এবং প্রযুক্তি খাতে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে এও উল্লেখ করা হয় যে, ইসলামি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ বাংলাদেশ ও তুরস্ক ভবিষ্যতে উন্নয়ন, বাণিজ্য ও মানবিক কার্যক্রমে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।
জামায়াতের পক্ষ থেকে উপস্থিতি
বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান হবে।