আবরার ফাহাদ হত্যা মামলার আসামিপক্ষের প্রধান আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও ঘনিষ্ঠ আইনজীবী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি জিয়া পরিবারের বিশ্বস্ত স্থায়ী আইনজীবী হিসেবে তাদের প্রায় সব স্পর্শকাতর মামলায় লড়াই করে আসছেন।
এ মামলায় এস এম শাহজাহানের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির, যিনি এর আগে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের পক্ষের আইনজীবী হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসে ২০১১ সালে ছাত্রদলকর্মী সন্দেহে নিহত শিক্ষার্থী আবিদুর রহমান আবিদ হত্যা মামলায়ও ছাত্রদলপন্থী আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে লড়েছেন।
এদিকে, আবরার ফাহাদ হত্যা মামলার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি অ্যাডভোকেট শিশির মনির তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে মামলাটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
ওই পোস্টে তিনি লিখেছিলেন—
“আমি আপনাদের আবেগ-অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, হাইকোর্টের রায় যাই হোক, আপিল বিভাগে কারও পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশা’আল্লাহ। বিষয়টি নিয়ে শহিদ আবরারের পরিবারের সঙ্গেও আমি কথা বলব। আশা করি, সকলেই বিষয়টি সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে দেখবেন।”
শিশির মনিরের এই ঘোষণা তখন আইন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।