শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলকে নিজেদের কর্মসূচি দাবি করেছে ছাত্রদল।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ইনস্টিটিউটের মসজিদে আয়োজিত এই কর্মসূচির ছবি প্রথমে শেয়ার করে স্থানীয় শিবির শাখা। কিন্তু আধা ঘণ্টার মাথায় ছাত্রদলের কেন্দ্রীয় অফিসিয়াল ফেসবুক পেজে একই ছবি প্রকাশ করে সেটিকে নিজেদের আয়োজন হিসেবে প্রচার করা হয়।
ছাত্রশিবিরের পেজে পোস্ট করা ক্যাপশনে লেখা হয়—
“শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘নিপীড়ন-বিরোধী দিবস’ পালনের অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।”
অন্যদিকে, ছাত্রদলের অফিসিয়াল পেজে একই ছবির নিচে দাবি করা হয়—
“ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনে শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।”
এ ঘটনায় ছাত্রশিবিরের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক ও কক্সবাজার কলেজ সভাপতি মোহাম্মদ আইয়ুব আনসারী বলেন,
“আমরা কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করি। আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। শেষ দিকে কয়েকজন ছাত্রদলকর্মী এসে দোয়া অংশে শরিক হয়। কিন্তু পরে তারা আমাদের ছবিগুলো নিজেদের আয়োজন হিসেবে প্রচার করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও জানান,
“পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের কোনো কমিটি নেই। তারা শুধুমাত্র দোয়া অংশে অংশ নিয়েছে, পুরো অনুষ্ঠানটি ছিল ছাত্রশিবিরের। এই বিকৃত প্রচারণার আমরা তীব্র নিন্দা জানাই।”
স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূচি শুরু হয় যোহরের নামাজের পর আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিটে। ছাত্রদলের কয়েকজন সদস্য আসে ১টা ৫০ মিনিটের দিকে, যখন আলোচনা শেষ হয়ে দোয়া অংশ শুরু হয়। মসজিদের পেশ ইমাম মোনাজাত পরিচালনা করেন, যেখানে ছাত্রশিবির ও অন্যান্য শিক্ষার্থীরা অংশ নেন।
পরে সেই মুহূর্তের ছবিই ছাত্রদলের কেন্দ্রীয় পেজ থেকে নিজেদের আয়োজন হিসেবে প্রচার করা হয়, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।