ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকারকর্মী, ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলম। বুধবার (৮ অক্টোবর) ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আটক হওয়ার ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ২৫ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন,
“আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েলের দখলদার বাহিনী। যারা ফিলিস্তিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে।”
তিনি আরও বলেন,
“আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি— ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যান।”
এর আগে মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে শহিদুল আলম জানিয়েছিলেন, তিনি বুধবার ভোরে ‘রেড জোন’ বা বিপজ্জনক অঞ্চলে প্রবেশের পরিকল্পনা করেছেন। এই অঞ্চলেই সম্প্রতি ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লোটিলা নৌবহর আটক করেছিল।
তিনি লেখেন, ধীরগতির নৌযানগুলো পেছনে পড়ে না যায় সে জন্য ফ্লোটিলার কিছু জাহাজ সাময়িকভাবে গতি কমিয়েছে এবং পরে “থাউজেন্ড ম্যাডলিনস” নামের নৌযানগুলোও তাদের সঙ্গে মিলিত হয়। সেই সময় তারা রেড জোন থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।
সূত্র জানায়, শহিদুল আলম ও তাঁর সহযাত্রীদের বহনকারী নৌযানটি ‘ফ্রিডম ফ্লোটিলা’ মিশনের অংশ, যার উদ্দেশ্য গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
মানবাধিকারকর্মী, সাংবাদিক ও শিল্পী হিসেবে শহিদুল আলম আন্তর্জাতিকভাবে সুপরিচিত। তিনি সবসময় নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছেন। তাঁর এই আটক হওয়াকে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো “মানবতার কণ্ঠরোধের প্রচেষ্টা” হিসেবে দেখছে।