বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমের আওতায় থাকা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিন দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, “তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি কোনো অপরাধে অভিযুক্ত হতেন, তাহলে তাকে হেফাজতে নেওয়া হতো। রাষ্ট্রদূতরা যেকোনো ব্যক্তির বাসায় যেতে পারেন।
তিনি আরও বলেন, “তারা কী নিয়ে আলোচনা করেছেন, এর ফলাফল কী—এ নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে এমনভাবে দেখা যাচ্ছে না যে এটা নিয়ে সরকারকে কিছু বলতে হবে। এ বিষয়ে আমার বলার কিছু নেই।
উল্লেখ্য, ঢাকায় নিযুক্ত নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূত সম্প্রতি সাবের হোসেন চৌধুরীর ধানমন্ডির বাসায় প্রায় এক ঘণ্টাব্যাপী এক বৈঠকে অংশ নেন বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
তবে বৈঠক সম্পর্কে সাবের হোসেন চৌধুরী কিংবা সংশ্লিষ্ট রাষ্ট্রদূতেরা কেউই কোনো মন্তব্য করেননি।