সব নামাজেই প্রতি রাকাতে একটি রুকু ও দুটি সিজদা করতে হয়। কেউ যদি নামাজের কোনো রাকাতে ভুল করে দুইবার রুকু করে বা তিনবার সেজদা করে, তাহলে তার ওপর সাহু সিজদা দেওয়া ওয়াজিব হয়। নামাজে যে কোনো রোকন অতিরিক্ত আদায় করলে সাহু সিজদা ওয়াজিব হয়। কারণ এতে পরবর্তী রোকন আদায়ে বিলম্ব হয়।
এ রকম ভুলের কারণে নামাজ ভেঙ্গে যায় না বা ওই নামাজ আবার পড়তে হয় না। সাহু সিজদা দিলে নামাজ শুদ্ধ হয়ে যায়। আতা (রহ.) বলেন,
وَإِنِ اسْتَيْقَنْتَ أَنَّكَ قَدْ سَجَدْتَ فِي رَكْعَةٍ ثَلَاثَ سَجَدَاتٍ فَلَا تُعِدْ، وَاسْجُدْ سَجْدَتَيِ السَّهْوِ.
যদি তুমি নিশ্চিত হও যে, কোনো রাকাতে তিনটি সিজদা করেছ তবে নামাজ পুনরায় পড়বে না; বরং সাহু সিজদা করে নেবে। (মুসান্নাফে আবদুর রাযযাক: ৩৫২৪)
ইসলামি শরিয়তের পরিভাষায় সাহু সিজদা বলা হয় কোনো কারণে ত্রুটিযুক্ত হয়ে পড়া নামাজের শেষ বৈঠকে আত-তাহিয়াত পড়ে শুধু ডান পাশে সালাম ফিরিয়ে দুটি অতিরিক্ত সিজদা করাকে। সাহু সিজদার পর আবার আত-তাহিয়াত পড়ে, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে ডান ও বাম পাশে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়।
নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে, কোনো ফরজ দুবার আদায় করলে, কোনো ওয়াজিব পরিবর্তন করলে এবং কোনো ফরজ বা ওয়াজিব আদায়ে দেরি হলে সিজদায়ে সাহু আদায় করতে হয়। সাহু সিজদার মাধ্যমে ওই ভুলগুলোর প্রতিবিধান হয় এবং নামাজ বিশুদ্ধ হয়ে যায়। উপরোক্ত ভুলগুলো হওয়ার পরও সাহু সিজদা আদায় না করলে ত্রুটিযুক্ত নামাজটি আবার পড়ে নেওয়া ওয়াজিব।