বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সময়সূচি অবশেষে চূড়ান্ত হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি ১৭ বছর পর দেশে ফিরছেন। শনিবার (৮ নভেম্বর) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই ঢাকায় ফিরবেন তারেক রহমান। দীর্ঘ প্রবাসজীবনের ইতি টেনে তিনি মায়ের বাড়ির পাশেই বসবাস করবেন বলে জানা গেছে। গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িটিতে চলছে সংস্কার ও নিরাপত্তা জোরদারের কাজ। বাড়ির ভেতরে নতুন সাজে প্রস্তুতি চলছে, বাইরে বসানো হয়েছে কাঁটাতারের বেষ্টনি।
অন্যদিকে, তারেক রহমানের অফিস হিসেবে ব্যবহৃত গুলশান ২-এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও সংস্কার কাজ চলছে পুরোদমে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
তারেক রহমানের নিরাপত্তা নিয়ে প্রশ্নে ফজলে এলাহী আকবর বলেন, “ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে তার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সরকারের কাছ থেকে বিশেষ সিকিউরিটি ফোর্সের সহায়তা আশা করছি।”
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।
এদিকে, দেশে ফেরার আগে চলতি মাসে তারেক রহমানের ওমরাহ পালনের কথা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে তা স্থগিত করা হয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, তিনি জাতীয় নির্বাচন শেষে ওমরাহ পালন করবেন।
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। ১৭ বছর পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন।
