পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৫টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। অস্থায়ী এসব হাটের সিডিউল এখনও বিক্রি শুরু হয়নি, কিন্তু তার আগেই অধিকাংশ হাটের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। তারা হাটগুলোতে খুঁটি বসানো থেকে শুরু করে ত্রিপল টানিয়ে হাসিল আদায়ের কাউন্টার পর্যন্ত প্রস্তুত করে ফেলেছেন। এমনকি হাটের ইজারাদার বা পরিচালকের স্থলে নিজেদের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা দেখে ইজারাপ্রত্যাশী ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
এই কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ইতোমধ্যে দুই বিএনপি নেতাকে মৌখিকভাবে সতর্ক করেছেন।







