সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা অস্ত্র দেশের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টর কমাণ্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর ও রঘুনাথপুর সীমান্ত এলাকা পরিদর্শন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, যেকোনো দিক দিয়ে সীমান্ত অতিক্রম করে দেশে অস্ত্র প্রবেশ করুক না কেন, তা সরাসরি দেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। এ কারণে অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এদিন চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধীন রঘুনাথপুর সীমান্ত এলাকায় শীতার্ত মানুষের মাঝে ৩০০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
