ক্রিকেটারদের দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে যাচ্ছে। ক্রিকেটারদের আন্দোলনের পর বিসিবির সব দায়িত্ব থেকে পরিচালক নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে অর্থ কমিটির প্রধানের পদ থেকেও বাদ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত বিসিবির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে শিগগিরই বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালককে সরাসরি পদচ্যুত করার ক্ষমতা বোর্ডের নেই। ফলে নাজমুল ইসলাম আপাতত পরিচালক পদে বহাল থাকছেন। তাকে পুরোপুরি দায়িত্বমুক্ত করতে হলে স্বেচ্ছায় পদত্যাগই একমাত্র পথ বলে জানা গেছে।
উল্লেখ্য, ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তার পদত্যাগের দাবি তোলে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। দাবি মানা না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণাও দেন খেলোয়াড়রা।
এরপর পরিস্থিতি সামাল দিতে মধ্যরাতে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসে বিসিবি। তবে সেই বৈঠকে কোনো সমাধান আসেনি। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্ধারিত সময়েও বিপিএলের খেলা মাঠে গড়ায়নি। ক্রিকেটাররা মাঠে না নেমে সংবাদ সম্মেলন করে তাদের দাবিতে অনড় থাকার কথা জানান।
এই অবস্থায় বিপিএল স্থগিত হওয়ায় বিসিবির ওপর চাপ আরও বাড়ে। শেষ পর্যন্ত ক্রিকেটারদের দাবির প্রতি সাড়া দিয়ে নাজমুল ইসলামের দায়িত্ব সীমিত করার সিদ্ধান্ত নেয় বোর্ড।
