নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা উপেক্ষা করে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও তাদের সমর্থকেরা এখনো নির্বাচনি এলাকা থেকে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড পুরোপুরি অপসারণ করেনি। এতে নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন হলেও এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান আইনগত পদক্ষেপ নিতে দেখা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগাম নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের অনুরোধ জানানো হয়েছিল। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। তবে বাস্তবে এসব নির্দেশনার কার্যকর বাস্তবায়ন হয়নি, যা দায়িত্বে অবহেলারই ইঙ্গিত দেয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনার পরও প্রার্থীরা তাদের ব্যানার ও ফেস্টুন সরাননি। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগ জরুরি ছিল, কিন্তু নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন শুধু নির্বাচন কমিশনের ওপর নির্ভরশীল নয়। এ ক্ষেত্রে রাজনৈতিক দল, প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। কিন্তু ব্যানার-ফেস্টুন না সরিয়ে তারা সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১১ ডিসেম্বর নির্বাচনি তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেন নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন। নির্দেশনার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান থেকে এসব সামগ্রী অপসারণ শুরু করলেও এক মাস পেরিয়ে গেলেও পাড়া-মহল্লা ও অলিগলি থেকে তা পুরোপুরি সরানো সম্ভব হয়নি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ যুগান্তরকে বলেন, কোথাও যদি এখনো আগাম প্রচার সামগ্রী থাকে, তাহলে স্থানীয় প্রশাসন তা অপসারণ করবে এবং ম্যাজিস্ট্রেটরা আইনানুগ ব্যবস্থা নেবেন।
সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পাড়া-মহল্লা ও অলিগলির বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল, বিদ্যুতের খুঁটি, বাঁশের খুঁটি, মেট্রোরেল পিলার, ফুটওভার ব্রিজ, বাস টার্মিনালসহ নানা স্থানে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের পোস্টার এখনো ঝুলে আছে।
ডেমরার স্টাফ কোয়ার্টার, হাজিনগর, মাতুয়াইল, কোনাপাড়া, বড় ভাঙ্গা, সারুলিয়া, ডগাইর, নলছাটা, আমুলিয়া, রাজাখালি, মিরপাড়া ও নড়াইবাগসহ বিভিন্ন অলিগলি ও অভ্যন্তরীণ সড়কে এসব পোস্টার দেখা গেছে। একই চিত্র পাওয়া গেছে মুকদা, বাসাবো, খিলগাঁও ও মানিকনগরের পাড়া-মহল্লাতেও।
পুরান ঢাকার প্রধান সড়কগুলো থেকে ব্যানার ও পোস্টার সরানো হলেও অলিগলি ও আবাসিক এলাকায় ভিন্ন চিত্র দেখা যায়। লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল, কোতোয়ালি ও ওয়ারী এলাকায় ছোট-বড় ফেস্টুন ও পোস্টার এখনো ঝুলে থাকতে দেখা গেছে। একইভাবে কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ও কালশীসহ বিভিন্ন এলাকার অলিগলিতেও প্রচার সামগ্রী রয়ে গেছে।
এদিকে প্রার্থীদের দাবি, অনেক আগেই তারা কর্মী-সমর্থকদের ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশনা দিয়েছেন। অধিকাংশ স্থান থেকে এগুলো সরানো হয়েছে, কিছু জায়গায় অল্পসংখ্যক পোস্টার রয়ে গেছে, সেগুলোও দ্রুত অপসারণ করা হবে। তাদের আরও দাবি, ইসির নির্দেশনার পর নতুন করে কোথাও ব্যানার-ফেস্টুন লাগানো হয়নি এবং কোনো মিছিল, সভা বা সমাবেশও করা হচ্ছে না। নির্বাচনি আচরণবিধি মেনেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন।







