যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) জানিয়েছে, ২০২৫–২০২৬ সালে ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২,৬৭৭ জন নিহত হয়েছেন। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, আরও ১,৬৯৩টি মৃত্যুর ঘটনা যাচাই চলমান থাকায় মোট নিহতের সংখ্যা ৪,৩৭০ পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
HRANA জানায়, বিক্ষোভ চলাকালে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। এ সময় মোট ১৯,০৯৭ জনকে আটক করা হয়েছে। নিহতদের পাশাপাশি সহিংসতায় বহু মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এই সময়কালে নিরাপত্তা বাহিনীরও ক্ষয়ক্ষতি হয়েছে। বিক্ষোভ ও সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত ১৬৩ সদস্য নিহত হয়েছেন এবং ২,৬৭৭ জন গুরুতর আহত হয়েছেন।
HRANA আরও জানায়, ২০২৬ সালের ১৪ জানুয়ারি—যেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে তাকে জানানো হয়েছে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই—সেই দিনই ইরানে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিষয়টি দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
চলমান বিক্ষোভ, প্রাণহানি, গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইরানের মানবাধিকার পরিস্থিতির প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছে।
