নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ এবং তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার পর থেকে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী নির্বাচন কমিশন অফিসের সামনে সড়কে জড়ো হতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ছাত্রদলের প্রথম দাবি হচ্ছে, পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করা। সংগঠনটির অভিযোগ, এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করছে।
দ্বিতীয় দাবিতে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হয়। ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে।
তৃতীয় দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের আহ্বান জানানো হয়। ছাত্রদলের অভিযোগ, বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে নির্বাচন কমিশন একটি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে ঘিরে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
