গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে জার্মানি।
জার্মানির একজন সিনিয়র রাজনীতিক ও সংসদ সদস্য ইউর্গেন হার্ট বলেছেন, গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ট্রাম্প যেভাবে আন্তর্জাতিক উত্তেজনা বাড়াচ্ছেন, তা গ্রহণযোগ্য নয়। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জার্মানি বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনায় নিতে পারে।
ইউর্গেন হার্ট জানান, বিশ্বকাপ বয়কট কোনো পছন্দের সিদ্ধান্ত নয় এবং এটি হবে একেবারে শেষ বিকল্প। তবে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করা এবং বিষয়টির গুরুত্ব স্পষ্টভাবে বোঝানোর জন্য এটি কার্যকর বার্তা হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, বিশ্বকাপ ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন, ফলে বয়কটের হুমকি কূটনৈতিকভাবে শক্তিশালী প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান ঘিরে ইউরোপের বিভিন্ন দেশে উদ্বেগ বাড়ছে এবং এ নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও ক্রমশ জোরালো হচ্ছে।
