রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসেন দোলন জানান, শনিবার সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুণ নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও আগুণ লাগার কারণ জানা যায়নি।