দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশের সফরে আসছেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী। আগামী ২৩ আগস্ট (সম্ভাব্য তারিখ) শুরু হতে যাচ্ছে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জনাব মোঃ ইশহাক দার-এর তিন দিনের রাষ্ট্রীয় সফর।
সফরকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২০১২ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার মাত্র ১২ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন। তার পর এই প্রথম আবার কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর পূর্ণাঙ্গ সফর হতে যাচ্ছে।
এই সফরকে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে চলছে আলোচনার ঝড়। বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা ও মুসলিম বিশ্বে একতাবদ্ধ ভূমিকার বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।