জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের হিজাব ও নারী শিক্ষার্থী নিয়ে কটু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা মানববন্ধন করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন। অন্যদিকে, জবি শাখা ছাত্রদল পাল্টা অভিযোগ তুলেছে যে, ইসলামী ছাত্রী সংস্থার সদস্যরা পরিচয় গোপন করে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা চালাচ্ছেন। অবশ্য প্রতিবাদের মুখে ক্ষমা চেয়েছেন ছাত্রদল নেতা।
জানা যায়, গত শনিবার রাতে শামসুল আরেফিন তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখা নেত্রীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘সেরের জন্য কয়টা তালি।’ এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।