মধ্যরাতে বুয়েট ও কুয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। জানা গেছে, বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘কুলাঙ্গার’ বলে আখ্যায়িত করার ঘটনাকে কেন্দ্র করেই এ বিক্ষোভ শুরু হয়।
তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে, শিক্ষার্থীরা যেটিকে আজকের ঘটনা ভেবে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটি আসলে গত বছরের মে মাসের একটি বক্তব্য। ওই সময় ডিপ্লোমাধারীদের সংগঠন আইডিইবি’র এক নেতা তার বক্তৃতায় এই আপত্তিকর শব্দ ব্যবহার করেছিলেন।
বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েনের প্রেক্ষাপটে পুরোনো এই বক্তব্য আবার নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জের ধরেই মধ্যরাতে বুয়েট ও কুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।
ফ্যাক্টচেকার সোহানুর রহমান নিশ্চিত করেছেন যে, যেটি ঘিরে বিক্ষোভ হয়েছে, সেটি বর্তমান কোনো ঘটনা নয়, বরং আগের বছরের বক্তব্য।