যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী চার্লি কির্ককে হত্যার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর ছবি প্রকাশ করা হয়েছে। খবর বিবিসির।
বিবিসির খবরে বলা হয়, উটাহ রাজ্যের পুলিশ এ ঘটনায় নতুন কিছু ছবিও প্রকাশ করেছে, যাতে একজন ‘সন্দেহভাজন ব্যক্তি’কে দেখা গেছে।
চার্লি কির্ক হত্যার ঘটনায় এখনো কেউ আটক হয়নি। তবে তদন্ত চলছে এবং বিষয়টি নানা দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।
সূত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, পুলিশ ওই ‘সন্দেহভাজন ব্যক্তির’ নাম জেনেছে। ঘটনাস্থলের কাছের জঙ্গলে একটি শক্তিশালী রাইফেল উদ্ধার করা হয়েছে। এফবিআই এই হামলার বিষয়ে তথ্যদাতাকে ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠজন চার্লি কির্ককে উটাহর একটি বিশ্ববিদ্যালয়ে গুলি করা হয়।
কর্মকর্তারা জানান, সন্দেহভাজন ব্যক্তি কলেজ পড়ুয়া বয়সের। হত্যাকাণ্ডের পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে একটি পার্কিং লট দিয়ে পালিয়ে যান।