ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনেই চারুকলা অনুষদে শিবির সমর্থিত প্যানেলের ব্যানার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকেই বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করে। এর অংশ হিসেবে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে চারুকলা ইনস্টিটিউটে একটি অস্থায়ী ব্যানার স্থাপন করা হয়। তবে কিছুক্ষণ পরই দুইজন অজ্ঞাত যুবক এসে সেটি ফেলে দেয় বলে অভিযোগ করেন সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার ক্রীড়া সম্পাদক মিফতাহুল মারুফ অভিযোগ করেন, চারুকলা অনুষদে আমাদের দুটি ব্যানার ফেস্টুন খুলে ফেলে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনকে সিসিটিভি ফুটেজ চেক করার দাবি জানিয়েছি। ফুটেজ দেখলে দোষীদের শনাক্ত করা সম্ভব হবে।
এ বিষয়ে চারুকলা অনুষদের সহকারী প্রক্টর মো. ইসরাফিল বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। কারা এ কাজ করেছে শনাক্তের চেষ্টা চলছে। যারাই করেছে, তারা অন্যায় করেছে। আমি বলব, তারা যেন ব্যানারটি আবার ঠিক করে দেয়। যদি কোনো প্রার্থী এই ঘটনায় আইনি সহায়তা চান, তবে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন। কমিশন নির্দেশ দিলে আমরা ব্যবস্থা নেব।
নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ড. জসিম উদ্দিন বলেন, আমরা এ ব্যাপারে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।